Description
ভূমিকা
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
সকল প্রশংসা মহান আল্লাহর এবং সালাত ও সালাম তার রসূলের প্রতি।
শুরুতেই বলি কুরআনীয় আরবী শিক্ষা কী? কুরআনীয় আরবী শিক্ষা বলতে দুইটা বিষয় বোঝায়। এক. বিশুদ্ধ আরবী ভাষা যা বর্তমান কথ্য আরবী থেকে কিছুটা ভিন্ন। দুই. কেবল পবিত্র কুরআনে উল্লিখিত বাক্যগুলোর বাক্যরীতি ও কুরআনের শব্দসমূহ শিক্ষা করা।
এখন আরবী ভাষা শিক্ষার সাথে এর পার্থক্যটা কোথায়? একটা উদাহরণ দিই। আরবীতে প্রিপজিশন বা হারফ জার আছে সতেরটি। কিন্তু কুরআন বুঝতে আপনাকে এই সতেরটি শিখতে হবে না। সেখান থেকে মাত্র কয়েকটা শিখতে হবে। আরবীতে সময় ও স্থানবাচক শব্দ আছে প্রচুর। কুরআন বুঝতে হলে এর মাত্র কয়েকটাই শিখতে হবে। আরবীতে বহুবচনের অনেক অনেক নিয়ম আছে কিন্তু শুধু কুরআন বুঝতে এতগুলো নিয়ম শিখতে হয় না। এভাবে ভাষার অসংখ্য নিয়ম আর শব্দ থেকে আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম আর শব্দ শিখতে হবে। এটাই মূলত কুরআনীয় আরবী শিক্ষা।
আমাদের এই বইতে থাকবে প্রায় একশত কন্সেপ্ট আর উদাহরণ হিসেবে থাকবে প্রায় পাঁচ শতাধিক আয়াতের অংশ। এছাড়া বিষয়ভিত্তিকভাবে কুরআনের অনেক শব্দ সংকলিত হয়েছে যা প্রায় কুরআনের নব্বইভাগ শব্দ কভার করবে। সব মিলিয়ে বইটি আপনাকে কুরআন বুঝতে সাহায্য করবে ইনশাআল্লাহ। বইটার উপর ধারাবাহিক ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এছাড়া কোন বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমরা “লুগাতুল কুরআন” বইটি দেখার অনুরোধ করছি।
এস এম নাহিদ হাসান
Reviews
There are no reviews yet.